জন্ম তোমার বর্ধমানের চুরুলিয়াতে
কাজী নজরুল কবি,
বাল্যকালে দুখ মিয়া নামে পরিচিত
সংগ্রামে বিদ্রোহীর ছবি।
কলমের আঘাতে করেছিলে তছনছ
রাজদ্রোহিতার অপরাধে বন্দী,
ধর্মনিরপেক্ষ সত্তা বিদ্রোহী সত্তায়
এঁটেছিলে কত ফন্দি।
মক্তব মসজিদ মাজারের কর্মে ব্যস্ত
পরে লেটো দলে যোগ,
কবিগানে আকৃষ্ট হয়ে অংশ নেন
সাথে ছিল রোগ ভোগ।
ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীতে যোগ
সীমান্ত প্রদেশে যান,
কবিতা গান অনেক রচনা করেন
সৈনিক কালে পেলেন মান।
রাজনৈতিক কর্মকান্ডে যুক্ত হলেন
আনন্দময়ী নিষিদ্ধ হয়,
যুগবানী বাজেয়াপ্ত পরে তিনি গ্রেফতার
রাজবন্দীর জবানবন্দি রয়।
রাজকারাগারে বন্দী রাজবিদ্রোহী কবি
নয় রাজদ্রোহী ন্যায়দ্রোহী নয়,
ধূমকেতু রচনা অন্যায়ের বিরুদ্ধে
শব্দের ঝঙ্কার রয়।
প্রেমের কবি দ্রোহের কবি
মানবতার কবি তুমি,
তোমার চরণে শতকোটি প্রণাম
তোমার লেখা চুমি।