আজকে দেখি হটাত করে,
শীত বুড়ি খুব ক্লান্ত ,
গ্রীষ্ম বলে ,জলদি করে
আবির টা খেল বসন্ত ।
সকাল ভোরে ,মিষ্টি সুরে
কোকিল ডাকের নেই অন্ত ।
মন ভরিয়ে ,রাঙ্গা ফুলে
ঋতু রাজ ,সাজে অনন্ত ।
আগুন ,ফাগুন ,পলাশ ,শিমুল
মেতেছে দোলে “কৃষ্ণ-রাই “
উথাল ,পাতাল আকুল প্রেমে
আয় সখি আয় ,মন রাঙ্গাই ।
প্রকৃতি সেজেছে প্রেমিকা রূপে ,
ঋতু রাজের অভিসারে ।
দখিনা বাতাস উজাড় করে ,
মাখছে আবির রঙ্গিন করে ।