না চাইতেই অনেক আশা অনেক কিছু
করলে পূরণ,
এবার কেনো ঘটল তবে ছন্দপতন ?
না চাইতেই দিলে
আমায় অনেক কিছু দুহাত ভরে,
অভ্যাসে তাই বাঁধলে আমায়
আশায় জুড়ে।
ঠোঁটের কোণে মুচকি হাসি
স্বপ্নে বিভোর ভাসি ভাসি
ছুটে বেড়াই গরবিনী,
অহংকারে মাটি ছুঁতে নারাজ আমি।
তাই কি আমি হলাম তোমার নয়নমণি ?
বসন্তের এই সুবাস নিয়ে
রাজরানী!
এখন তোমার কি যে হলো!
হঠাৎ তুমি নিলে কেমন ঘুরিয়ে মুখ
হৃদয় ভেঙে চুরমাচুর।
চুপি চুপি পড়শীরা বলল এসে কানে কানে, তুমি নাকি —
অন্য ঘরে উঁকি দিয়ে দেখলে অন্য মুখ-
তাইতো আমার ফাঁটলো কপাল
ঘুচল সকল সুখ।
বসন্তের এই অকাল ঝড়ে উঠল তুফান
গগন ভেদি হৃদয় আকাশ
ছুটল বাতাস বিদ্যুতেরই ঝলক দিয়ে–
পুড়ল কপাল।
কচি পাতায় বসন্তের হানল আঘাত,
ছুটল বাতাস তীব্রবেগে-
ফাগুন মাসে তপ্ত তপন বোশেখ মাসের কালবৈশাখী।
হলাম আমি ঘর হারা এক বিবাগিনী,
সংসারে আর নেই আকর্ষণ
অবসরে পেলাম যেন আরেক রূপ।
বসন্ত আসে বসন্ত যায় –
যখন তখন ঋতুর মতন মনও বদলায়।