ঋতুর পরে ঋতুর খেলা
চলছে ধরার মাঝে,
ভিন্ন ভিন্ন রূপের ডালি
ঋতুভেদে রাজে।
শীতের বার্তা হিমেল পরশ
অঙ্গ জুড়ে মাখে,
বিদায় বেলা হেমন্ত তার
প্রীতির ছোঁয়া রাখে।
হিম কুয়াশা নিয়ে ঋতু
হেমন্তটা এলে,
শীত বুড়িটা শিরশিরিয়ে
শীতের পরশ মেলে।
মাঠের পরে ধানের শীষে
শিশির যবে ঝরে,
সোনারোদের আলো পেয়ে
ঝিকিমিকি করে।
শীতের হাওয়ায় কাঁপন জাগে
কম্বলের ওম লাগে,
খেজুর রসে চুমুক দিয়ে
খাবার সাধটা জাগে।