ঋতুরানির সাজের ঘটা ফুলের বাগে
শিশির জলে দূর্বা ঘাসে,
কিরণ প’রে
হীরক হাসে।
শিউলি রানি আঁচল পাতে ফুলের সাজে
শ্বেত কমলা রঙের খেলা,
পড়ছে খসে,
দিনের বেলা।
কাশের বনে চামর দোলে বাতাস বেগে
শুভ্র কেশে ঝালর দোলে,
পুজো বার্তা
আকাশ কোলে।
দিঘির জলে সবুজ পাতা মেলে চাদর
সরোজ ফুলে তুলছে মাথা,
বলবে হেসে
নকশি কাঁথা।
মায়ের পুজো পৃথ্বী পরে ঢাকের রবে
সানাই বাজে বেহাগ তানে,
মিলন মেলা
চলবে গানে।