আম জাম লিচু আর
তরমুজ কাঁঠালে
গ্রীষ্মটা জমবে না
তালশাঁস না খেলে ।
রিমঝিম বৃষ্টিতে
বরষার হরষে
ভাদরের পাকা তাল
রূপবতী ইলিশে ।
কাশফুল শতদল
পেঁজা মেঘ উড়ছে
শরৎটা এসে গেছে
শিউলিরা ফুটছে ।
শীতকালে মিঠে রোদ
পুলি পিঠে সেবনে
সন্ধ্যাটা মেলাময়
ভারী মজা এ মনে ।
আম জাম লিচু আর
তরমুজ কাঁঠালে
গ্রীষ্মটা জমবে না
তালশাঁস না খেলে ।
রিমঝিম বৃষ্টিতে
বরষার হরষে
ভাদরের পাকা তাল
রূপবতী ইলিশে ।
কাশফুল শতদল
পেঁজা মেঘ উড়ছে
শরৎটা এসে গেছে
শিউলিরা ফুটছে ।
শীতকালে মিঠে রোদ
পুলি পিঠে সেবনে
সন্ধ্যাটা মেলাময়
ভারী মজা এ মনে ।