আজ বিরাট উৎসব -বিস্কুট চকলেট
মাংস আর তার প্রিয়া
পকেটের আয়ু গরম
লাল ঠোঁটে আকাশ চেরা হাসি !
মা এর অসহায় মুখ
বুক ধূধূ মাঠ
অথচ রক্ত জল করে জীবন দেয় অবিরত !
কবিতার মেকি চুম্বন -ভক্তি বন্দনা
নগ্ন শিশুর শুন্য থালা -তিন ফোঁটা অশ্রু !
তবু ক্লান্তি ভীষণ ভাষণে ভাষণে
পরের বছর জাগবো আবার
অন্য স্বাদ নিয়ে –
স্বাদ কোরকের সন্তোষ !