এসেছে পৌষ ভাই আনন্দ তাই ঘরে হবে উৎসব
বাঙালির বারো মাসে পার্বণ আসে ওঠে খুশির রব
সারাদিন মন দিয়ে মায়ে ঝিয়ে চাল পীষে শীলে
বসে নারকেল কুড়ে মেখে গুড়ে গড়ে সবাই মিলে,
নানান স্বাদের পিঠে বানাবে মিঠে নতুন মাটির সরায়
খেয়ে পুলি পায়েস করে আয়েস রোদে মন ভরায়
মাঠের ধারে এসে মেলা বসে লাগায় মনে দোলা
দিয়ে টুসু ভাসান নতুন ধান কৃষাণ ভরে গোলা।
মানে কত আচার বহু পরিবার আজও বাংলায়
হাড় কাঁপায় মাঘ কাঁদে বাঘ পৌষ নিলে বিদায়।