মৃন্ময়ী ও চিন্ময়ী মায়ের বড্ড ফারাক দেখি
সমৃদ্ধ সমাজ বড়াই করে বৈষম্যের উঁকিঝুঁকি।
মাটির মায়ের কত উপাচার,জীবন্ত মেয়ে ফেলনা ঘৃণা বঞ্চনায় ঘরের মেয়ে সে তো পুতুল খেলনা।
মাটির প্রদীপ সেটাও দামি, দামি পুজোর লড়াই লাখ লাখ টাকা প্যান্ডেলে খরচ,মুখের চলে বড়াই।
যে মেয়ে রোজ শিহরিত হয়,ফুটপাতেই রাত জাগে সমাজ ছোঁড়ে বিদ্রুপ,শ্লেষ ,বীভৎস দৃষ্টিতে রাগে।
কি মনে হয় ভুল বললাম,এটাই তো আসল ছবি
কলম ছোটায় মনের কথা,হতাশায় ভোগে কবি। পরিকল্পক দৌড়ে বেড়ায়, আমলারা ঠান্ডা ঘরে
অনাথ মেয়ে আশ্রয় খোঁজে,মঙ্গলদীপ জ্বলে ঘরে।
শহর জুড়ে লক্ষ ভিড়ে জ্বলছে আলোর রোশনাই একতারাতে সুর তুলেছে দেখি বাউল অন্ধ কানাই,
ভিক্ষা পাত্রে জমছে দেখি অচল পয়সা কতো শত ঝাঁ-চকচকে ইগোর লড়াই,ভেতরে বাইরে দগ্ধ ক্ষত
সেলফি,প্যান্ডেল,ঠাকুর দর্শন, নাচ বাজনা সানাই
কে দেবে ভাইফোঁটা কানাইকে, দিদি,বোন যে নাই!