পরাজিত হলে অবশেষে !
ক্লান্ত শ্রাবণ মিথ্যে অহংকারে ।
দিয়েছিলে যা কিছু বারবেলায় ,
দুহাত ভরে অসীম দয়ায় ।
বেলা পড়তি অবেলার ,
শুকিয়ে যাওয়া দগদগে রক্ত আঁচড় ,
উন্মত্ত এলো চুলের সোহাগ ভরা তৃপ্ত শিৎকারে ,
লোমকূপ ভেদ করা প্রতিটি শিহরণের আঁতুর জুড়ে ,
আদুরে ডাক নামের অনুরণনে !
তুই-পাগলি আমিত্ব ঘিরে ,
হঠাৎ বয়ে যাওয়া ফল্গুধারায়
কেবল তোকেই খুঁজে পাই ।
বৃদ্ধাঙ্গুষ্ঠের নিশানায় যখন ,
আষাঢের কাক ভেজা জল ,
শ্রাবণেও দাপিয়ে বেড়ায় জৈষ্ঠের বৈভব ;
তখন মুষ্টিভরা নোনা জলেই ,
পথ খুঁজে পায় দিকভ্রান্ত পলির দল।
কোন সে শীতল আগ্নেয়গিরির ,
গোপন রন্ধ্র জোড়া সুতীব্র
সকরুণ হাহাকার ।।