বিহানের বেলা ধরা কত রূপ শোভা ভরা
পৃথ্বী সাজে মনোরম অতি,
বিহঙ্গের মিষ্টি গান ভরে তুলে মন প্রাণ
সদা সুখে ভরে থাকে মতি।
মিঠে রোদ ঢালে রবি ভুবনের কত ছবি
কবি মনে দোলা দিয়ে যায়,
পুষ্পে ভরা ফুল শাখী মুগ্ধতায় ভরে আঁখি
কাব্য লেখে কবি কত তায়।
কৃষক চাষের তরে চলে দ্রুত জমি ‘পরে
ফসল ফলায় যত্ন করে,
ঘাটে বাঁধা তরী নিয়ে মাঝি নদী ধার দিয়ে
আসে লোক পারাপার তরে।
মরাল মরালী সব করে উচ্চ স্বরে রব
মহানন্দে করে জল কেলি,
ক্ষণে উঠে ক্ষণে ডুবে গ্ৰীবাখানি রেখে চুবে
মত্ত হয়ে খেলে পাখা মেলি।
ফসল শস্যের ক্ষেতে সারাক্ষণ রয় মেতে
অলি দল সদা ঘুরে ফিরে,
গুণ গুণ গুঞ্জরণে মধু লুটে ক্ষণে ক্ষণে
রূপ রসে ধরা থাকে ঘিরে।