গ্রহণ লেগেছে চাঁদে ও সবিতায়
পাগলা ঘন্টি বাজছে চারধার জুড়ে
কে কোন উদাসী বুক চিরে বাজায়
এতো শীৎকার উল্লাসেও উর্বী তুমি ঘুমিয়ে আছো ?
তোমার শ্রেষ্ঠ সন্তান মানুষ কে ধরে নিয়ে যাচ্ছে ইয়েতির দল
কৃষ্ণগহ্বরের দিকে
মানুষ কাঁদে না কাঁদতে শেখেনি
শুধু রক্ত ঝরে ঝর্ণার মতন
কোথাও ফোটে না ফুল
সব ফল এখন বিষ ফল হয়ে গেছে
শীৎকার আর উল্লাস চলছে পৃথিবী জুড়ে
তবু ঘুমায় উর্বী অঘোরে
গভীর বনানী ছেড়ে গ্রাম শহরের দখল নিয়েছে
বাঘ সিংহ শ্বাপদের দল
দল বেঁধে সবুজ পাখি রা উড়ে গেছে অন্য গ্রহে
ধর্ম আর ভালবাসা চলেছে মাঝ দরিয়ায় নৌকোয় পাল তুলে।
কান্না নয় রক্ত ঝরছে
ইয়েতির দল পৃথিবী দখলে নেমেছে
সব সুর স্তব্ধ এখন
নদী ছুটেছে সাগরের বুকে
এখন সাগরের ঢেউ গোনা যাচ্ছে একটা দুটো করে
ব্লটিং পেপারে শুষে নিচ্ছে সূর্যের আলো
ইয়েতিরা ধেয়ে আসছে
উর্বী এখনো ঘুমিয়ে শীৎকারে শোল্লাসে।