ভালো একটা স্বপ্ন দেখে জেগে ওঠার পর
আরও কিছুদিন বেশী বেঁচে থাকার ইচ্ছে হয়
এই ইচ্ছের নিবিড় মুহূর্ত ঘিরে যা কিছু
নতুন ভাবে জন্ম নেবে উপেক্ষা করে সব
অতীত,তাকেই নিজের মতো করে পেতে
চাই বলে নিজেকে ফিরে দেখি বারবার
আর এই পরবাস কালে একান্ত নিজের মতো করে
একমাত্র তোমাকেই আবিস্কার করি আমি
আর তোমাকেই আশ্রয় করি প্রতিদিন
হে রবীন্দ্রনাথ, তোমাকেই
এ’সময় এক নির্মম মৃত্যুর মুখোমুখি
জীবনের দুর্যোগ যাপন জুড়ে যে দিনগুলো কাটছে
শোকে ও বিষাদে, তাকে ঘিরে এখনযেন
কারোর কাছেই কোন সম্পর্কের মূল্য নেই কোন
সম্পর্কহীনতার এই নিঃশব্দ আর্তনাদ ময়
মুহূর্ত ঘিরে আরও কিছুদিন বেঁচে থাকার
ইচ্ছের সেই কাতর আর্তিই যেন ছড়িয়ে পড়ছে চারপাশে
এই বেঁচে থাকার অনিবার্য্য চেতনার শক্তি
ও সাহসের মূর্ত প্রতীক তুমি কবি
তোমাকেই আশ্রয় করি প্রতিদিন
হে রবীন্দ্রনাথ, তোমাকেই
আমার দূর্বল হাত দুটো ধরো কবি
অসীমের গভীর স্পর্শ ছোঁয়া তোমার দুই হাতে
তোমার অন্তরঙ্গ ভাবনা ও চেতনার স্পর্শরোমাঞ্চই
পারে আমাদের বাঁচাতে আর স্বপ্ন দেখাতে
তোমার জন্য তাই অপেক্ষায় থাকি বছর বছর
বিনিদ্র প্রহর যাপনে এবারও অপেক্ষায় আছি
এই ২৫শে বৈশাখে তোমাকে কাছে পাবো বলে
জানি ‘কবিদের মৃত্যু নেই’,তোমারও মৃত্যু নেই কবি
জীবনে- মরণে, স্মরণে-মননে তুমিই চির সাথী
সেই’প্রাণ পুরুষ’,সত্য দ্রষ্টা ঋষি,তোমাকে প্রণাম
বিশ্বাস করো কবি,এর আগে আমি কখনও
উপলব্ধি করিনি কখনও, তোমাকে যে এভাবে
অনুভবে পাবার এই মুহূর্তটা কেন আমার
এত জরুরী ছিল … ।