বিপ্লবী হওয়া তারই সাজে
যে বিপ্লব বোঝে –
আমরা বুঝি পরিবার নিয়ে
টিঁকে থাকা সমাজে ।
কাপুরুষ বলে যত করো চীৎকার
দেওয়াল লিখনে সচেতনতার
ধিক্কার ।
রেগে গেলে দি গালাগালি
কাজ বাগাতে আগেতে ঢলি
যদি বরফ গলে
ফোকটেতে কিছু মেলে ,
আমরা তো নই সাধু বা
ব্রহ্মচারী
শক্তের ভক্ত তার যেজন
স্বৈরাচারী ।
মত , আদর্শ দিয়ে জলাঞ্জলী
গিলে খাই তরল অগ্নি আর
চেটে খাই বিবেক ।
মন্ত্রশুদ্ধি টাকার থলি
না হলে সব বেকার
পলিসি গিভ অ্যান্ড টেক ।
মানুষ হওয়া তারই সাজে
যে মনুষ্যত্ব বোঝে –
আমরা বুঝি পরিবার নিয়ে
বেঁচে থাকা সমাজে ।