পাথরে পাথরে ঘষা লেগে সৃষ্টি হয় কোন বৈদ্যুতিক শক্তি
ঘনীভূত মেঘে মেঘে ঘষা লেগেও উৎপন্ন হয় কোন বৈদ্যুতিক শক্তি
পাথরটা কত শক্ত;
মেঘটা কত তরল;
দুজনেই শক্তির উৎস।
অহংকারহীন এক শব্দময় আলোড়নে তারা স্থির
তারা নিশ্চুপ
কত বড় শক্তির অধিকারী সে বা তারা
তারা কেউই তা জানে না,
জ্ঞানহীন ভান্ডার তবু বেজে ওঠে অকারণ
অদৃশ্য শক্তির অনুভব চায়না ব্যাকরণ;
কেন হাসে তারা পাথর মেঘের গল্পে?
কেন হাসে তারা কোন দুঃসাহসী প্রতিবাদী কন্ঠের সামনে?
ঘনত্ব আসেনি এখনো প্রজন্মের ভাবনায়
প্রখরতা আসেনি নেমে আমাদের চেতনায়
বিবেচনার জন্ম হয়নি কোন প্রতিবাদী কন্ঠকে বিশ্লেষণ করার
আবির্ভাব হয়নি আজও তেমন জাগতিক চেতনার।
শক্তির উৎস শক্তি নিয়ে পড়ে আছে একা
তার শক্তির দ্বারা আমাদের সফল বিচরণ
তার শক্তির প্রভাবে আমাদের আমিত্ব অহং বোধের বিতরণ,
এই উদাহরণ প্রমাণ বয়ে আনে ধ্বংসের
এই উদাহরণ প্রমাণিত করে আমরা সবাই মূর্খ অভিভাবক এই প্রজন্মের।