যদি শেষ হয়ে আসে জীবনের মায়া সংসার মাঝে,
নীরবে তখন যাবো চলে চুপে ওপার সাগর তটে,
অনাবশ্যক করুণ শোকের আবেশ যেন না রাজে।
বিচিত্র এই জীবনে যে কত ছলাকলা লীলা ঘটে,
তিতিবিরক্ত মন অতিশয় উদাসীন হয় কাজে,
ভরা কোটালের বাঁধ ভাঙা ভাব আলোড়িত হৃদি পটে।
রাতের আকাশে তারারা যখন জোছনা আলোয় সাজে,
আপন খেয়ালে মন ছুটে চলে কতনা আবেগ লয়ে,
চপল খুশিতে মননে তখন নট রাগ সুর বাজে।
বিরহে বিবাগি অভিমানী মন নিশ্চুপ মত হয়ে,
দেয় পাড়ি চুপে তারাদের দেশে একটু শান্তি আশে,
বন্ধনহীন এগিয়ে চলার ভীতিগুলো যায় ক্ষয়ে।
মন কেমনের চেতনা সকল ঝরা পাতা সম রাশে,
কালের ভেলায় নীরব ব্যাথায় যায় ভেসে কোথা দূর,
বেদন আঘাতে দগ্ধ হয়েও ম্লান মুখে তবু হাসে।
আকুল আঁধার দূরে পারাবার বাতাসে করুণ সুর,
মন বীণা তারে থেকে থেকে বাজে শুধু বিদায়ের গান,
নামছে আঁধার জীবনের পারে ডাকছে অচিন পুর।
পিয়াহীন একা যাবো চলে দূরে তবু মিছে কাঁদে প্রাণ,
ভাগ্য বিধাতা ভরসা কেবল জানি পাবো কৃপা দান।