উদার হৃদয় মানুষ যারা
সহজ সরল মনে,
সত্য পথের পূজারী রন
শত দুঃখের ক্ষণে।
পরের ক্ষতি চান না তাঁরা
দেন না ধোঁকা কভু,
ক্লেশটা পেলেও হাসি মুখে
বিলান প্রীতি তবু।
সবার সাথে মিলে থাকেন
চান সকলের ভালো,
আপনগুণে সবার মনে
জ্বালাতে চান আলো।
পরের দুখে দুখী হয়ে
সহায় থাকেন পাশে,
দ্বেষ বিদ্বেষে ঘুচাতে যে
চেষ্টা থাকে রাশে।
অন্তরাত্মা উদার বলেই
মানবিক বোধ নিয়ে,
কপটজনে শুধরে যে দেন
জ্ঞানের আলো দিয়ে।
পরের হিতে সরল চিতে
মনটা তাঁরা রাখে,
উদার হৃদয় দুখীর দুখে
প্রীতির পরশ মাখে।