‘আমি ‘কে একটু ছোটো করে
‘আমরা’ কে দিই উস্কে
তাতে উল্লাস বিহ্বল হয়ে পরে
বেহুঁশ বারান্দায়।
সাধারণ টুকরো টুকরো কষ্টগুলো
‘জল নেই’ ‘জল নেই ‘ হাঁক দিয়ে
জীবনকে তন্নতন্ন খোঁজে ,
মরমী চোখ বৃহত্তর আলোর হাটে
নিজস্ব প্রসারণে উদগ্রীব ,
‘আমি পেয়েছে যখন-তখন খোরপোশ –
একমাত্র স্বার্থপর সান্ত্বনা –
‘আমরা’কে উৎসব-প্রাঙ্গণে এনে
এই কোলাহলে, মুখরতায়
‘আমি’ও দাবী করে অমরতা।