বন্দুকের নল নয় সিগারেটের ধোঁয়ায়
খুঁজে পাই চেতনার অস্পষ্ট শব্দগুলো ,
যা হৃদয়ে কান্নার মত ফিরে আসতে চায় আর ভালোবাসা খুঁজতে মিশে যাই মানুষের ভিড়ে ।
ঘাম,রক্ত প্রেম ,ঘেন্না ,কামনা ,বাসনা
সব উঠে আসবে বে়ঁচে থাকার কবিতায় ।
দেখবে সূর্য এসে চুমু খাবে অক্ষর মালায় ,তারপর একদিন তুমি ,আমি ,আমরা ,তোমরা স্বপ্ন দেখবো অরণ্য, জলাশয় ,বাসস্থান ,সংসার ,
এরপর পচে যাওয়া সমাজ ,
ধ্বংস হয়ে যাওয়া যৌথ পরিবার ।
কাকের কর্কশ ডাক, শালিখের ডানা ঝাপটানি, পায়রার একঘেয়ে ডেকে যাওয়া ,
তবু তো তোমাকে কাছে টানি হারিয়ে যাওয়া প্রেমিকা, আমার হারিয়ে যাওয়া সফলতা ,শুধু হারিয়ে যায় না মায়ের স্মৃতি ,অনেক না বলা কথা ,
না বলা গল্প আর যন্ত্রণা ,
দেখো ,শোনো ,ভাবো সবকিছুকে ভালোবাসা দিয়ে,
মুগ্ধ বিস্ময় তাকিয়ে থাকবে সামনের রাস্তায় ,
সেই পথ ধরে একদিন ফিরে আসবে উত্তরসূরী ,
ফিরে আসবে ভবিষ্যৎ ।
আসুন আলাপ করি ,বসুন প্রলাপ বকি ।
আবার বলি বন্দুকের নল নয় ,
সিগারেটের ধোঁয়ায় ছবি আঁকি তোমাকে
আমার প্রিয়তম পৃথিবী।