পরিযায়ী পাখির মত গোপন ক্ষত,
ঘুরপাক খেয়ে চলে বৃত্তের মাঝে,
অসীম বেদনার নীল রেশ জমাটবদ্ধ কালসিটে,
শুষে নেয় অদম্য ইচ্ছের মন্ত্রবলে,
দেওয়াল লিখনে শব্দময় কাঁচের ঝনঝনানি,
স্মৃতির ঘুরপাক অলিন্দে
যেন উদ্বাস্তুর বারমাস্যা –
বিভ্রম দৃষ্টির আড়ালে ঘন দুঃস্বপ্ন ,
ঘিরে রাখে আজানুলম্বিত সন্ধ্যাছায়া,
গোধূলির বিষন্নতা ভরে দেয় পাখির কলকাকলিতে,
ফিরে আসে কুলায় চেনা গার্হস্থ্য সাঁঝ প্রদীপে।
ধূলিঝড় শেষে বৃষ্টি নেমে এলে,
ধূসর পাতাময় সবুজের সজীব আহ্লাদ,
ভেজা মাটির সোঁদা গন্ধ মাখা অনুভূতি,
ছুঁয়ে যায় উষ্ণতার তারল্যে,
ব্যবধান কতটা প্রকট হলে
নিঃসঙ্গতাও খুঁজে নেয় আনন্দ কোলাহল?
আলো আঁধারিতে থমকে যাওয়া আর নয় –
অন্ধকারেও লুকিয়ে থাকে আলোর অন্তহীন কথামালা….