থাক শুয়ে ওরা
চলো উঠে পড়ি মোরা;
অকারণে বিছানায় শুয়ে থাকে যারা
জীবনের প্রতি পদে পিছিয়ে পড়ে তারা;
সময়ের মূল্যায়ন
করতে হবে সারাক্ষণ;
বিছানাকে করলে আপন
ভুগতে হয় সারা জীবন।
থাক শুয়ে ওরা
চলো উঠে পড়ি মোরা;
অকারণে বিছানায় শুয়ে থাকে যারা
জীবনের প্রতি পদে পিছিয়ে পড়ে তারা;
সময়ের মূল্যায়ন
করতে হবে সারাক্ষণ;
বিছানাকে করলে আপন
ভুগতে হয় সারা জীবন।