অতটা বিবশ মননে শয়তানের পদধ্বনি শুনি শূন্য আঁতুড়ঘরে?
সেখানে প্রাণের স্পন্দন বড়ই দুর্বল,
ভবিষ্যতের আগ্ৰাসন যেন এখানেই প্রোথিত
খুব খুব অসহায় সুরে।
তবুও শূন্যতার উদ্যানে কিছু গোলাপের চারা পুঁতলে
চেয়ে থাকে উজ্জ্বল তসবির,
তখন সানন্দে এগোই আলোয় ভরা
বিশ্বকে নিয়ে বাঁচার ছন্দে।
এখানেই জীবনের বাগিচায় শুধুই হাসি-হাসি
সব মুহুর্তেরা সার সার মাথা তুলে দাঁড়িয়ে,
করমর্দনে সারি বাঁচনের এত সুন্দর পরিখায়
যাতে দুঃখরা যায় না মাড়িয়ে।