সেই যেন কবে বিষাদের রবে হয়েছিল শেষ দেখা,
সন ও তারিখ ডায়েরি পাতায় আজও রয়েছে লেখা।
শেষের সে দেখা ভুলতে পারিনা মরমে রয়েছে গাথা,
বিবাগি এ মন বিপ্লুত অতি বিবক্ষিত সে ব্যথা।
পরিযায়ী হয়ে ঘুরি ফিরি একা তব দর্শন লাগি,
অভিমান ভুলে এসো ফিরে প্রিয় শর্বরী সুখে জাগি।
বিদায়ের ক্ষণে অম্ল মধুর কথায় দিয়েছো ভরে,
তবু আজ সাকি তোমার বিরহে হৃদি ক্রন্দন করে।
নির্জনে একা দিনপাত করি শূন্যতা মনে ছায়,
যেদিকে তাকাই বিষণ্ণ মন তোমা কাছে পেতে চায়।
বলাকা পাখায় সুদূর গগনে নীলাভ মেঘের পানে,
অজানার পথে উচাটন মন হারায় অলীক টানে।
ক্ষণিকের খুশি আশায় ভরায় মন ভালোলাগা সুরে,
উদাসী বাউল যখন ব্যথার গান গেয়ে যায় দূরে।
পথ চেয়ে থাকি জানি আসবেই পূর্বরাগের ঘোরে,
বিরহ বিধুর একেলা এ মন জাগে তাই নিশি ভোরে।