অনেক দেখেছি ভূমিকার শব্দ চয়ন
ঘামাচি যৌবন বুঝেও বোঝে না সত্য না সুন্দর
শুধু শব্দের মিল বায়োবীয় দূষণ মাত্রায় ঝোঁকে
কারো কথা কারো কাছে মেলে না এখন
সব দোষ দারিদ্র্য দেখায়
ছাড়পত্র লেখার বড় অসময়, প্রেমপত্র জ্বলে
অতিক্রান্ত সময় আশা পিণ্ড দেয় বিছানায়
পুর্ণস্নান যদি আসে
কে কাকে ভালবাসে! জানলার আশেপাশে
দিকচক্র বিলীন সকাল,শুধু প্রত্যাখ্যান জাগায়
ঘৃণার আঁচল
কয়েকটা গাছ পুঁতে দাও, ওদের কোন জাতপাত নেই
নেই কুলাঙ্গার কোন ধর্ম,ফুল ফল দেবে
জানি ছাপ মেরে ধর্ম লাগাবে মহাজন, সেই টুকু রুখে দেওয়া গেলে
আমরাই আমাদের ঈশ্বর