অন্ধকার ঘরে বসে আছি কয়েক জন্ম থেকে
সামনে কোনো ফুল নেই
পাখি নেই
সুর নেই
নিজেকে দেখি রোজ
অচেনা লাগে
জানিনা কবে স্পষ্ট দেখতে পাবো
পথে পা বাড়ানোর প্যায়াস লেগেছে ডানায়
ঝোলার মধ্যে আলো কুড়াতে কুড়াতে যাবো
ঝোলা পূর্ণ হলেই…
ঈশ্বর
অন্ধকার ঘরে বসে আছি কয়েক জন্ম থেকে
সামনে কোনো ফুল নেই
পাখি নেই
সুর নেই
নিজেকে দেখি রোজ
অচেনা লাগে
জানিনা কবে স্পষ্ট দেখতে পাবো
পথে পা বাড়ানোর প্যায়াস লেগেছে ডানায়
ঝোলার মধ্যে আলো কুড়াতে কুড়াতে যাবো
ঝোলা পূর্ণ হলেই…
ঈশ্বর