একদিন ঈশ্বরের সাথে দেখা হলো,
এই লকডাউনের ভেতরেই!
মুখে মাস্ক হাতে গ্লাভস গোটা শরীর পি পি ইতে ঢাকা,
বেশ দ্রুত হেঁটে যাচ্ছিলেন কড়িডোর দিয়ে।
আমিও নাছোড়,
হাতের কাছে ঈশ্বরকে পেলে কেউই ছাড়ে না,
ঈশ্বরও সর্বজ্ঞ,
আমার অভিলাষ হয়তো বুঝে ফেলেছেন!
তাই গতি বাড়িয়ে পাশের হলঘরে ঢুকে যাচ্ছিলেন,
আমি কোনমতে পথরোধ করে দাঁড়ালাম।
ঈশ্বর ভ্রু কুঁচকে আমাকে দেখলেন,
জিজ্ঞেস করলেন, আমার সমস্যা কি?
আমি বললাম, একটাই প্রশ্ন আমার,
আপনার ধর্ম কি?
হিন্দু, মুসলিম খৃশ্চান, শিখ বৌদ্ধ,পারসিক, জড়সথ্রুষ্ট,
ঈশ্বর হেসে বললেন, আমার কর্ম।
তারপর মিশে গেলেন অসংখ্য রোগীর ভিড়ে,
গলায় উত্তরীয় নয় ঝুলছে স্তেথো।