এক মুহূর্ত ভুলে গেলে অভিকর্ষ প্রেম
শুকিয়ে শূন্য হবে প্রবাল শহর ।
কোথা যাবে ধনিকের ধন পরম পিকনিকে !
জাহাজের তলপেটে শস্যের আরণ্যক সোনা
বনিকের লকলকে লালার করোটি ।
বিষুবের কোটি মিটার সুসভ্য সলতেয়
অসভ্য উদর আগুন ।
বরফের বাঙ্কারে জমে আছে
লাখো লাখো শামুকের শোক ।
আজও রাতে নতুন ধারাপাত লিখছেন
বিনিদ্র বিদ্যাসাগর ।
আজও রাতে শতাব্দীর গলায়
একশো বিদ্যুতের মালা পরাচ্ছেন স্বয়ং এডিসন ।
চিরায়ত অভিকর্ষ প্রেম ধরে আছে এই বিশ্বাস
— সার্বিক শক্তির সাহসই হবে একদিন
ঈশ্বরকণার চোখে পৃথিবীর উৎস সকাল ।