চারিদিকে খুশি ঝরে জিলহজ্ব মাসে,
নতুন জামা পোশাক পেয়ে মন ভরে;
মহানন্দে কলরব চলে ঘরে ঘরে,
ঈদ মানে নানাবিধ খাদ্য তৈরী রাশে।
চব্য চোষ্য লেহ্য দেখে মনে খুশি ভাসে,
একসাথে বসে সবে নামাজের তরে,
নামাজ আদায় হলে কোলাকুলি করে;
দুখী জনে সাথে লয়ে খেয়ে সুখে হাসে।
ঈদেতে আনন্দ মিলে আত্মশুদ্ধি মাঝে,
কোরবানিটা নয় মূখ্য ছাগ গরু দিয়ে,
পশুরূপী ছয় রিপু হৃদি মাঝে থাকে,
দিলে রিপু কোরবানি সুখে সবে রাজে;
আত্মশুদ্ধির আলোকে সুখে ভরো হিয়ে,
রব সদা সাথে থেকে দোয়া তাঁর মাখে।