থমকে যাওয়া মিছিলের পাগুলো অতীতের আয়নায়
দেখতে পেয়েছে স্পার্টাকাসের শেষ সংলাপ ,
— লক্ষ কোটি হয়ে ফিরে আসবো আবার ” ।
ইতিহাসের জন্ম হচ্ছে পারস্য গান্ধারের
আধুনিক আদিম গুহার আঁধারে ।
একদিন অস্তাচলগামী আস্তাবল
থেকেই বেরিয়ে এসেছিলো
মর্মর -মুক্তির নির্ঝর ক্ষুরধ্বণি ।
এ কোনও রূপকের রূপকথা নয় ,
হাজারো বছরের পরাধীন রক্তক্ষরণের ইতি চুপকথা ।
চেপে থাকা কথার পাহাড়ের চাপের উত্তাপে
মৃত মৃত্তিকারও ঘুম ভেঙ্গে যায় ।
যেমন ভেঙেছে ভয় পরিশ্রমী পিঁজরাপোলের ,
বোবা বোরখার , শিক্ষা শেকলের ,
পৃথিবীর প্রতিটি বিপদের অদৃশ্য কোণের ।
লক্ষ কোটি হয়ে ফিরে আসছে স্পার্টাকাস ।