দুর্যোধনের রাজত্বে শকুনির পাশার চালে পান্ডবদের বনবাসে যেতে হয়,
পাত্র মিত্র সভাসদ সবাই নিরব,
নিরব অন্ধধৃতরাষ্ট্র,
অসহায় প্রজাবৃন্দের চোখের জলে
বিদায় পান্ডবদের,
সেই একই ইতিহাস সমানে চলেছে!
মনে পড়ে,মীরজাফরদের চক্রান্তে
বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজের
মর্মান্তিক পরাজয়!
বাংলার বুকে ব্রিটিশদের আগমন !
ছলনা কুটকৌশল আর ভন্ডামি
যাদের সম্বল!
মাত্র তিন-শ সৈন্য নিয়ে
তিন হাজার সৈন্যকে পরাজিত করার
ঘৃণ্যএক হীন চক্রান্তের
ইতিহাস বয়ে চলে!
মীরজাফরদের ক্ষমা নেই,
তাদেরই চক্রান্তে বাংলার বুকে বিদেশিদের আগমন ধ্বনিত হয়!
সেই অশনিসংকেত আকাশে
বাতাসে ভাসে,
অজানা আশঙ্কায় বুক কাঁপে!