মাগুর শিঙ্গি ভাবছে বসে
বিয়ে বাড়ি যাবে,
কাতলা ভেটকি লোকে কেন
তৃপ্তি করে খাবে।
চিংড়ির নাকি মালাইকারি
এদিকে যে পোকা ,
চেটেপুটে খাচ্ছে মানুষ
কেমন দেখো বোকা!
ভোলা ভেটকির মাছের চপে
সবাই কেমন ভক্ত ,
মাগুর শিঙ্গি খেলে রে ভাই
হবে অনেক রক্ত।
মাছের রাজা রুইকে দেখি
কদর করে সবে,
শিঙ্গির কথা মনে পড়ে
অসুখ হলে তবে।
ইলিশ রানী রূপবতী
নোনা স্বাদে ভরা,
লোভনীয় সবার প্রিয়
ডাঙায় এলেই মরা।