কবিতার দেহলতা বৰ্ণিল শব্দের সমাহারে
সাজিয়েছি প্রাণ ভরে,
অতল বিস্মৃতির অভ্যন্তরে হারিয়ে যাওয়া শরীর l
অসংখ্য কবিতা নিভৃতে স্বপনে সৃষ্টি হয় মস্তিষ্কের কোষে,
আকাশ জুড়ে মেঘের উড়ালে রাশি রাশি
সঞ্চিত স্বপ্ন l
মেঘের ওপারে অনিদ্রার দেশে স্তব্ধ অন্তরালে
অচিন্তন আলিঙ্গনে তোমায় ছুঁয়ে দেওয়ার ইচ্ছা
রইলো প্রবল ll