ইচ্ছে করে কাছের প্রিয় মানুষটির কাছে
কোন কারণ ছাড়াই ছেলেমানুষ হতে।
ইচ্ছে করে আবদার করতে!
সেই মানুষটা যখন ভুল বুঝে,
তখন নদীর বুকে প্লাবন আসে,
বাঁধ ভাঙা হৃদয়ের একুল ওকুল ভেসে যায়।
ইচ্ছে গুলো অবাধ্য শিশুর মতো,
জিদ্দি হয়ে ভেসে যায়! ভেসে যায়!
ইচ্ছে করে কাছের প্রিয় মানুষটির কাছে
কোন কারণ ছাড়াই ছেলেমানুষ হতে।
ইচ্ছে করে আবদার করতে!
সেই মানুষটা যখন ভুল বুঝে,
তখন নদীর বুকে প্লাবন আসে,
বাঁধ ভাঙা হৃদয়ের একুল ওকুল ভেসে যায়।
ইচ্ছে গুলো অবাধ্য শিশুর মতো,
জিদ্দি হয়ে ভেসে যায়! ভেসে যায়!