হঠাৎ করেই ইচ্ছে পাখিটা সুড়সুড়ি দেয় আমার বুকে।
এই মেয়ে, তুই খেলবি নাকি আকাশগঙ্গায় সুখে?
ও মেয়ে,সেথায় আছে এত্তো এত্তো পেঁজা তুলোর রাশ।
দিনের বেলা তারাগুলোও তো ঘেষেনা তুলোর পাশ।
যেইনা শোনা,টগবগিয়ে মনের মাঝে খুশির বুদ্বুদ ওঠে।
লাগামছাড়া খেয়ালী মন হুড়মুড়িয়ে ইচ্ছের পিছু ছুটে।
মুগ্ধ চোখে তাকিয়ে দেখি নীলাকাশের কি অরূপ রং।
হঠাৎ করে ইচ্ছে হলো পেঁজা তুলোতে খেলতে পিংপং।
হঠাৎ সেদিন ইচ্ছে হলো ,বৃষ্টিধারায় সিনান করবো খুব।
রিমঝিম রিমঝিম জলনূপুরের শব্দ শুনবো টুপ্ টুপ্।
ইচ্ছে পাখি চপলা বড়ো , ফিসফিসিয়ে কানে কানে বলে।
ও সই,চলনা আমরা বেড়াতে এবার আবুধাবি যাই চলে।
নয়তো চল্ দার্জিলিং বা হিমালয়ের পাহাড় চূড়োয় বসে
বরফেতে দেই গড়াগড়ি নয়তোকবিতা লিখি কৌতুকরসে
ইচ্ছে পাখির ডানায় বসে খেয়াল খুশির পানসি বেয়ে
উতল হাওয়ার দামাল টানে যাই ভেসে যাই দিগন্তে ছেয়ে।