এলোমেলো ভাবনারা সব মনের মাঝে করলে ভিড়,
বিবশ বিহ্বল হৃদয় তখন হয় উচাটন রয় না স্থির।
কখন কোথায় ধায় অজানায় ভাবনাগুলো ইচ্ছেমত,
দিগন্তে ঐ অসীম পানে মন ছুটে যায় অবিরত।
কল্পলোকে ইচ্ছে ডানায় কখন সে ধায় মেঘের দেশ,
আবার কখন হারিয়ে গিয়ে পথভোলা হয় এক নিমেষ।
বলগা হারা যেন তারা যেথায় খুশি যায় ভেসে,
নদী সাগর পাহাড় মরু তেপান্তরের মাঠের শেষে।
আকাশ নীলে রামধনু রঙ সাথে খেলে বৃষ্টি মেখে,
অরণ্য বুকে ঠাঁই দাঁড়িয়ে কখনো ভিজে নিভৃতে থেকে।
বোহেমিয়ান ভাবনাগুলো হঠাৎ সেজে ভোরের পাখি,
নানান মধুর কুজন করে যখন উষা মেলে আঁখি।
সাত সমুদ্র পেরিয়ে ছোটে সুদূর অচিনপুরের পার,
উদাসী হয়ে কখনো বা যায় গিরিখাতের ঝরনা ধার।
কুয়াশার চাদর ঘেরা শীতে ঝাপসা আলোয় ঘুরে বাগে,
অলি হয়ে গুনগুনিয়ে পুষ্পে মাতে খুশি রাগে।
জ্যোৎস্না রাতে জেগে সুখ চাঁদ তারার বাসর সাথে,
পরির দেশে অবাধ মোহে অলীক নেশায় নৃত্যে মাতে।