ভীষন ইচ্ছে জাগে মাগো
আকাশে দিতে পাড়ি,
মেঘবালিকা সব বন্ধু হবে
চড়বো মেঘের গাড়ি।
মেঘের পানসি বেয়ে মাগো
পরীর দেশে যাবো,
ফুলপরীদের সাথে খেলবো আর
ফুলের মধু খাবো।
আকাশ জুড়ে রবি মামা
দেয় যে কত আলো,
রাত হলেই লুকোয় কোথা
চারপাশ করে কালো?
চাঁদমামা স্নিগ্ধ আলো নিয়ে
জুড়ায় সবার হিয়ে,
আকাশ বুকে লক্ষ তারা
জ্বালায় কেমন দীয়ে!
চাঁদের দেশে দেখতে পাবো
চরকা কাটা বুড়ি,
চুলগুলো যার শনের মতন
বয়েস হাজার কুড়ি।
ভালোমন্দ খাবার কিছু মাগো
দিলে আমার হাতে,
বুড়িমাকে দেবো তা খেতে
গল্প শোনার সাথে।
আরো একটা ইচ্ছে আমার
তারার দেশে গিয়ে,
দুটো তারা তোমার জন্যে
আসবো ঠিক নিয়ে।