কালের চক্রে পৃথ্বী ঘুরে
ছুটছে মানুষ তারই তালে,
দিবস রাত্রি হয় আবর্ত
দেখি যুগের ঘুর্ণি চালে।
মন বসেনা বদ্ধ ঘরে
দেখতে জগৎ ইচ্ছে করে,
চাঁদের দেশে মানুষ কত
যাচ্ছে কেমন রকেট চড়ে।
সূর্য কেন উঠে পুবে
দেখবো ভাবি নভে গিয়ে,
বিশ্বটাকে দেখবো এবার
দিক সীমান্তে পাড়ি দিয়ে।
সাগর তলে যাবো চলে
ডুব সাঁতারে এক নিমেষে,
রত্ন মানিক নিয়ে হাতে
উঠবো আবার সুখে ভেসে।
বিশ্বমাঝে ঘুরে ঘুরে
জানবো যত অজানাকে,
জ্ঞান আহরণ করবো সুখে
চিনবো কত অচেনাকে।