সময় এখন যাচ্ছে ডুবে,
নেট দুনিয়ার চোরাস্রোতে ।
ইচ্ছে করে হাজির হতে,
মরুনির্জন বালুভূমিতে।
মনে হয় ঢের হয়েছে ,
কি হবে আর এসব করে!
সকাল থেকেই হাই-হ্যালো,
চ্যাট রুমের গরাদ ধরে!
খুব ইচ্ছে করে , মুক্ত হয়ে
আকাশ দেখি দুচোখ ভরে ।
প্রজাপ্রতির উড়ে যাওয়া
মেঘের দল কেমন যাচ্ছে সরে।
একঘেয়েমি নীরস জীবন,
মুক্তি চেয়ে দিশাহারা।
অনলাইনে খুশির চেয়ে
জীবন যে হয় ছন্নছাড়া !
সহজ সরল মজার জীবন,
হারিয়ে যাচ্ছে জীবন থেকে ।
অহমিকা আর আত্মমগ্নতা
এটুকুই আজ সবাই শেখে।
ধরবে নেশা ,বারুদ ঠাসা,
ওয়েব দুনিয়ার হাতছানি,
দিচ্ছে ডাক যখন তখন ,
ফিরিয়ে দেওয়াও চাপ,জানি।
যাচ্ছে কেটে কত প্রহর,
দূরের সাথে চ্যাট করে,
কাছের মানুষ অপেক্ষাতে
টের পাও কি গেছেই সরে!
এসব ছেড়ে খুব ইচ্ছে করে
একছুটে যাই নিশ্চিন্দিপুরে।
অপু-দুগ্গার আপন দেশে,
ফটিক জলে দীঘির পাড়ে।।
শান্তিঘুম দিই কাজের শেষে,
সেই কবে যে হারিয়ে গেছে,
প্রিয় ঘুমটাই জীবন থেকে!
“কেমন আছি” ভুলে গেছি
নেট দুনিয়ায় আঙুল রেখে।