আপস করতে আর ইচ্ছে করে না,
সত্যিই ইচ্ছে করে না একদম অনুসরণ করতে,
প্রিয় পরিবার,প্রিয় জন,প্রিয় কাছের মানুষটাকে।
এ আসলে মন সায় না দেওয়া সমঝোতা,
বয়ে চলা কষ্টের চোরাস্রোত থেকে মুক্তি পেতে অনুসরণ না করে অনুভব করছি অপার শান্তি।
এ আমার একান্তই নিজের সঙ্গে নিজের অন্তর্দ্বন্দ্ব।
অথচ কি আশ্চর্য দেখো যে প্রিয় মানুষকে শ্রদ্ধা, সম্মান করে গেছি এতকাল,
যার কলম ভাবনায় ডুব দিতে ইচ্ছা করেছে এতদিন,
যার একটা পিঠ চাপড়ে দেওয়া উৎসাহ মুগ্ধতা এনেছে অনেক খানি,
আবদার করে পাশে দাঁড়িয়ে তোলা সেলফি পরম যত্নে যা এতদিন আমার মোবাইল গ্যালারি আলোকিত করেছে!
আজ ডিলিট করে পাচ্ছি সমুদ্র স্নানের মতো পরম প্রাপ্তি, অপার তৃপ্তি।
এখন আফসোস হয় ,সত্যি চরম আফসোস ,
কেন যে এই মানুষগুলো পরিচিত হলেন!!
কেন যে এই প্রিয় হয়ে ওঠা মানুষগুলো কামনার আগুনে প্রিয়জন,
প্রিয় বান্ধবী, প্রিয় পাঠক পাঠিকা থাকা সত্ত্বেও অন্তরালে “কেউ জানতে পারবে না” বিশ্বাসে অন্যদের কব্জা করতে ছুঁক ছুঁক করে !!
একবারের জন্যও কেন ভাববে না সম্মান অর্জন করা কঠিন কিন্তু সম্মান হারাতে মুহুর্তই যথেষ্ট।
সত্যি আফসোস হয়,নিজের ওপর, বেশ রাগও সঠিক মানুষ চিনতে না পারার একটা চাপা কষ্ট।
যত ভাবি সব ভুলে স্থিতু হবো,কলম ভাবনায় দেবো ডুব,
এই ট্যাগ এভরিওয়ানের সংযোগ নৈকট্য বাড়িয়ে দিচ্ছে যতো, মনের আয়নায় তাজা হচ্ছে ক্ষত,
যা সুস্থ মনে আঁচড় কেটে চুঁইয়ে ঝরছে রক্ত ততো।