তোমাকে ভালোবাসতে গেলেই আমার ইচ্ছেরা রামধনু রঙে সাজে,
কেবলি রূপ বদলায় জানো!
আর প্রতিটি ইপ্সিত ইচ্ছেরা কবিতার ফুল হয়ে ফুটে ওঠে সুবাস ছড়ায়,
অফুরান কথাকলি ভালোবাসার সরোবরে স্নাত হয় প্রতিপল অন্তরে অন্তরে,
কখনো তোমাকে ঘিরে ইচ্ছেরা অভিমানী কাদম্বিনী,
কখনোবা লজ্জাবতী বেতসলতা অনুরাগে,
আবার নিশুতরাতে স্বপ্নে মেঘপিওনের কাছে বার্তা পাঠায় দু’ ছত্র পদ্য ছন্দে।
একরাশ উচাটন নিয়ে কাকভোরে ঘুম ভাঙে বৃষ্টির রিমঝিম শব্দে,
ইচ্ছেরা সুড়সুড়ি দিয়ে বুকে মুখ ঘষে ভিজতে চায় বৃষ্টি সুখে,
তোমাকে ভালোবাসতে গেলেই বৃষ্টিমেয়ে জড়িয়ে ধরে সোহাগ আঁকে মুখে কপোলে আকণ্ঠ তিয়াসে,
আর তারপরেই, রাত পুড়ে যায় স্বপ্নগুলোর গা’ ঢাকা দেয় অচিন পথে,
অস্ফুট ভালোবাসার কথা বলতে গেলেই হৃদ মাঝারে
অনুপম ইচ্ছেরা স্তরে স্তরে কবিতার পঙক্তি হয়ে
নিটোল সব কবিতার অবয়ব গড়ে,
অথচ,কিছুতেই বলতে পারিনি তোমাকে!