গ্ৰীষ্ম শেষে এসেছে বর্ষা কমেছে দহন রেশ।
কালবৈশাখীর দেখা নেই তেমন সকলে হতবাক।
কী প্রচন্ড তাপের দহন বাঁচা মরা সমান।
জলাভূমি বুজিয়ে হচ্ছে কত সৌধ ইমারত।
যথেচ্ছ ভাবে বৃক্ষ নিধনে বাড়ছে উষ্ণায়ণ।
এরই ফলে পরিবেশের অবক্ষয় ভারসাম্যহীনতা যত।
ইচ্ছে মনে তাই এই বর্ষায় গাছ লাগাবো খুশি মত।
প্রকৃতি আবার ভরে উঠবে সবুজ সমারোহে।
বৃক্ষ রোপণে কিছুটা হলেও মিটবে ধরার বেহাল দশা।
জলাশয় পুকুর রাখবো বাঁচিয়ে, প্রকৃতির যত্ন তরে।
প্রকৃতি রুষ্ট হয়েই আজকে গিয়েছে উষ্ণায়ণ বেড়ে।
অর্থের মোহে করছে মানুষ অনাচার অবিরত।
বদলে তাই জীবজগৎ ভুগছে প্রখর গরম প্রবাহে কত।
জলাশয় হতে বাষ্প হয়েই মেঘের জন্ম যে হয়।
সেই মেঘ হতেই বৃষ্টি ধারায় ধরণী সিক্ত হয়ে রয়।
তাই মনে ইচ্ছা সমাজ সচেতন করবো সকল জনে।
পুকুর ভরাট, বৃক্ষছেদন যেন কেউ আর না করে।
প্রকৃতির দানে সুখে থাকি আমরা খেয়ে প’রে বাঁচি সবে।
বিবেকবোধ জাগ্ৰত করে সবার সবুজকে বাঁচাতে হবে।