ইচ্ছা যদি থাকে মনে
সফল হবে কাজে,
লক্ষ্য পথে নিষ্ঠা রাখলে
জীবন সুখে রাজে।
ইচ্ছায় বাড়ে কর্মের শক্তি
পথ চলা হয় সোজা,
ইচ্ছাহীনের অলসতায়
জীবনটা হয় বোঝা।
কর্মোদ্যোগী মানুষ মারা
কর্মে ব্যস্ত থাকে,
অটল লক্ষ্যে মনটাকে স্থির
করেই তারা রাখে।
ইচ্ছা যদি কমজোর থাকে
ব্যর্থ সকল কাজে,
কোন কাজেই হয়না সফল
অসার জীবন সাজে।
ইচ্ছাশক্তির মূল্য অসীম
আশার বাতি জ্বালে,
অটুট থাকলে ফলটা পাবে
ঠিকই সময় কালে।