গতানুগতিক বৃত্তের সুখ সুখ সেঁকো বিষে
বহুরূপী রহস্যের রসভঙ্গ হয় ।
মাছিমারা জীবনের প্রচ্ছায়া হিমে
শুয়ে থাকে পাঁচপেঁচি তৃপ্তির লাশ !
মানবের আয়ুর ললাট
নিয়তির দাবানলে পুড়ে পুড়ে ছাই হলে
লেখা হয় চির ব্যতিক্রমী একটি কবিতা ।
যুগপৎ দ্বন্দ্বের সমুদ্র মন্থনে
তীব্র ব্যথার কুম্ভে
ফুটে ওঠে অমর সংলাপ ।
সহজিয়া সাংসারিক শীতঘুমে
নিশিডাক ডমরু বাজে না ।