বসন্ত শেষে পলাসেরও লাশ ঝরে পড়ে পথ’পরে
আসে বৈশাখ নব আনন্দ স্থলে জলে সাড়া পড়ে ।
নদী নভতল সাগর অতল কানাকানি বাতাসে
অতি নির্মল কুসুমের দল মাতে মহা উল্লাসে ।।
নব রবি হাসে ঊষার লালিমা ভীষণ দহনবেলা
কুজ্ঝটিকা দূর হয়ে যায় বেল চাঁপা জুঁই মেলা ।
পুরাতন যত বেদনা ও গ্লানি দুঃখ কষ্ট শোক
ভুলিব আজিকে এই শুভক্ষণে মলিনতা দূর হোক ।
বর্ষবরণ করি আজি সবে পুষ্প ধূপ ও শাঁখে
ভয়ঙ্করী কালবৈশাখী হাত ছানি দিয়ে ডাকে ।
তৃষিত হৃদয় মরমিয়া মন সাজিয়ে বরণডালা
এসো বৈশাখ তোমারে পরাবো জুঁই ফুলে গাঁথা মালা ।
মঙ্গল ধ্বনি প্রার্থনা যত করি সবে গানে গানে
রবি ঠাকুরের কবিতা ও গান আমাদের মনে প্রাণে ।
আহ্বানে আজি বোশেখের গান মনে নব প্রত্যাশা
নববর্ষে নবহর্ষে নব প্রাণে জাগে আশা ।।