আমার শরীর আজ শুধুই তোমার অধিকার
আমার সিঁথিতে দেওয়া সিঁদুর তোমার।
শাখা পলা পরি হাতে তোমার মঙ্গল সাধনায়
উপবাস রাখি নিজেকে তোমার দীর্ঘায়ু কামনায়।
প্রণমী তোমায় গ্রহণ করি বলি মোর তুমি স্বামী
বিবাহিত জীবনে শাঁখাপলা হয় একমাত্র দামী।
সারা অঙ্গ জুড়ে তোমার অস্তিত্বে থাকি আমি
যদিও আমি জীবনে তোমার একমাত্র কম দামী।
কেবল আমার শরীর জুড়ে রয়েছো শুধু তুমি
আর তোমার অস্তিত্ব বহন করি শুধু আমি।
তোমার শরীরে নেই আমার অস্তিত্বের কোন স্মৃতি
তবুও শরীর বাধ্য তোমার যজ্ঞে দিতে আহুতি।