বৃদ্ধ জীর্ণ শীত বিদায়কালে বনানীকে বার্তা দিল,
নতুনেরে কর আহবান।
বনানীর অভিজাত বৃক্ষসমাজ কানে তুললে না সে কথা।
সারাদিন আকাশের সঙ্গে করে প্রেমালাপ।
হাওয়ার সঙ্গে তারাও মেতে ওঠে আনন্দে।
শীত চলে গেছে, এবার তারা ফিরছে নতুনরূপে।
নতুন চারা চাইছে একটু সূর্যের উত্তাপ।
বনানীদের উচ্চতায় সে বঞ্চিত।
বনানীর স্পর্ধায় চৈত্র ওঠে ক্ষেপে,
দিকে দিকে বার্তা পাঠায়।
খবর পৌঁছায় কালবৈশাখীর কাছে,
রুদ্ররূপে সে বনানীকে করে তছনছ,
আভিজাত্যে আনে কুঠারাঘাত,
বারংবার আঘাতে করে পর্যুদস্ত,
প্রবল কালবৈশাখী করে বনানীর শ্রীনাশ।
চারাগুলোকে সিক্ত করে তার জলধারায়।
নতুন দাঁড়ায় মাথা তুলে,
বৈশাখ দাঁড়ায়ে দ্বারে…
নতুনেরে করে আহবান।