আস্তানা
ও দিদা,কাল সকালে জলদি রেডি হয়ে থাকবে,তোমার ছেলে বৌমা বাড়ি নিয়ে যাবে।
বাড়ি নিয়ে যাবে!কিন্তু কি কারণ!তবে কি কেউ আসবে!এসব ভাবতে ভাবতে রাতে ভালো ঘুম হলো না মলিনা দেবীর।ইচ্ছা হয় না তার ওই বাড়িতে কয়েক ঘণ্টার জন্যও যেতে,এই বৃদ্ধাশ্রমে বেশ সুন্দর একটা আত্মিক পরিবার হয়েছে।
বাড়ির দারোয়ান পেল্লাই সেলাম ঠুকলো।ছেলে রথীন,বৌমা রিক্তা খুব বক বক করছে মা কে পেয়ে।নাতনি মিষ্টু দারুন খুশি,জানালো বাবার প্রমোশন হয়েছে,অফিসের অনেকে,বন্ধুরা নিমন্ত্রিত। মা নাও এই শাড়িটা,বিকালে সবাই আসবে,হাসিমুখে থেকো যেন সুখী পরিবার ছবি সবাই পায়।
সন্ধ্যা থেকে রাত জমিয়ে পার্টি,খাওয়া দাওয়া,ডি জে বাজলো।হাসিমুখে সব সামলে মলিনা দেবী তার বরাদ্দ রুমে এলাম।ছেলে বৌমা ভুলেই গেলো মা কে খেতে দিতে।রাত দুটো,নিস্তব্ধ তিনতলা বাড়িটা।খিদেতে ছটফট করে কখন যে ঘুমিয়ে গেলেন! ভোর হতেই চুপচাপ উঠে দারোয়ান কে মিষ্টি খেতে সামান্য টাকা দিয়ে বেরিয়ে এলেন তার আস্তানা বৃদ্ধাশ্রমের দিকে।