দাবদাহে অস্থিরচিত্ত আসার পড়ুক ঝরে
রুক্ষ চৌচির ফুটিফাটা কর্কশ ভূমি ধরে।
অবশেষে মেঘ বালিকা ঝরায় ঝরনা ধারা
ছেলে মেয়ে নেচে কুঁদে হয় যে বাঁধন হারা।
নাচে পুষ্প শাখায় শাখায় বৃষ্টিধারা মেখে
দূর্বা দলে সজলতা শ্যামল শোভা রেখে।
সৌদামিনী চমক রাখে আকাশের বুক চিরে
বজ্রগর্ভ গাম্ভীর্যে কয় মুহুর্মুহু ফিরে।
কালো কোমল ছায়া ঢাকে মেঘ বালিকা ঘিরে
ঝড়ের মাতন জলের ধারায় ঝিল্লি মঞ্জীর ধীরে।
দহন জ্বালা তৃপ্ত আজি বৃষ্টি নূপুর ছন্দে
কিষাণ খুশি বৃষ্টির তালে কর্ষণ করবে নন্দে।
ফসল ফলবে সিক্ত মাটি পূর্ণ হবে আশা
হলুদ বরণ কনক ধানে দেখতে লাগে খাসা।
বাংলা মায়ের সবুজ গড়ণ শস্য শ্যামল তলে
গ্রীষ্ম বর্ষা ঋতুর বদল গরম বাদল ছলে।