নানা রঙে হরেক ঢঙে
মানুষ দেখি ভবে ভাই,
মনের মত মানুষ পেতে
ব্যাকুল যে রয় মনটা তাই।
সমাজ মাঝে সাধুর সাজে
ঘুরে বেড়ায় অসৎ লোক,
মিঠে কথায় সবে ভোলায়
যারাই চেনে পায় যে শোক।
মুখোশধারী কপটচারী
এদের চেনা সহজ নয়,
রূপের ভেকে এদের দেখে
জাগছে মনে দারুণ ভয়।
সকল ক্ষণে ধৈর্য্য সনে
আসল মানুষ খুঁজে মন,
সোনার মতন খাঁটি রতন
আছে কোথা তেমন জন!
বোধের আলো ঘুচায় কালো
মনের মাঝে মনটা কয়,
পাবি তারে হৃদ মাঝারে
বিশ্বাসে তাঁর বসত হয়।