আসবো ফিরে একদিন
কথা দিয়েছিলাম, আবার একদিন আসতে পারি ফিরে তোর কাছে, যদি তুই ডাকিস মন থেকে; হৃদয় দিয়ে।
তোর সেই ডাককে উপেক্ষা করার ক্ষমতা আমার কোনদিনই থাকবে না।
হৃদয়ে ছড়ানো সেই প্রেমের শস্যদানাগুলো আজও তোর অপেক্ষায় দিন গুনে চলে, তারাও মিতালী পাতাতে চায় এই পৃথিবীর মতো করে, যেমন মিতালী পাতিয়েছে চাঁদ ও আকাশ।
সবটুকুই রয়ে যায় স্মৃতিতে, চোখ ভেসে যায় নোনা জলে, ঠিকানা যে আজও খুঁজে পাইনি, তাই অপেক্ষায় থাকি তোর ডাকের।
দুচোখে বিষাদ নিয়ে উদাসী নদীর তীরে বসে একাকী আমি, মনে মনে ভেবে চলি যদি একটিবার তুই আসতিস কাছে, যদি একবার কাছে আমায় ডাকতিস সকল অভিমান ভুলে!!!
কথা দিয়েছিলাম আবার আসবো ফিরে তোর অমোঘ টানে, গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে আসবো বর্ষা প্লাবন নিয়ে, ভেজাবো তোকে তুমিহীন অসুখের সেই বারিধারায়, প্রাণের স্পন্দনে আসবে জোয়ার, কত সাঁতার কাটবো তোকে নিয়ে, ভেসে যাব অকুল দরিয়ায়।
ঋতুবতী চাঁদ দূর থেকে তোকে দেখবে একাকী; দেখবে বিষন্নমনে। রাত কেটে আলোর আভায় চারিদিক উজ্জ্বল হবে, তখনও আমি থাকবো তোর কাছে,
একদিন যে শস্যদানা ছড়িয়ে ছিলিস হৃদয়অলিন্দে, আজ সে মহীরুহ হয়ে উঠেছে।
সে আজও অপেক্ষায়, স্মৃতিময় জীবন তার। সে যে এখনো যোগ্য নয় তোর হাতে হাত রাখার, তোকে নিয়ে অজানা পথে পাড়ি দেবার। ইচ্ছা হয় আজও তার, তোকে নিয়ে নতুন কোন গ্রহে হারিয়ে যেতে, যদি তুই চাস!!!
কথা দিয়েছিলাম আবার আসবো ফিরে যেদিন তুই বুঝবি আমার ভালবাসার গভীরতা, বুঝবি কতটা ক্ষতের জল থইথই নির্জনতা। শরতের শিউলি ঝরা ভোর খুঁজে ফেরে কুয়াশার বিষন্নতা, নিয়ন আলোর ঝাপসা গতিপথ ধরে পারি না ফিরে আসতে পথ ভুলে,
চাইলেও আর আসা হয়না তোর কাছে, পথ চেয়ে রই তোর ডাকের অপেক্ষায়। তোকে কাছে পাওয়ার অপেক্ষায় আজও বসে আছি কামুকতার প্রাচীর ভেঙে, এক পেয়ালা সুধারসের নেশায় জড়ানো তোর উষ্ণ ঠোটের স্পর্শ অনুভবের আশায়।
কদম্বের সুবাস ছড়ানো জোনাকি জ্বলা রাতের স্বপ্নালু খেয়ালে ভেসে যেতে চাই তোকে নিয়ে,
নিশ্চুপ পথ চেয়ে আজও আছি তোর ডাকের অপেক্ষায়, আমি যে কথা দিয়েছি তোকে, যদি একটিবার তুই ডাকিস আমি আসবো ফিরে তোর কাছে, আজও আছি তোর প্রতীক্ষায় নিঃশব্দ শিশির হয়ে!!!